
লিষ্ট এ ক্রিকেটে ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কান পস অলরাউন্ডার থিসারা পেরেরা। এইতো কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজের কিরণ পোলার্ডের বিপক্ষে ছয় বলে ছয় ছক্কা হজম করেছিলো শ্রীলঙ্কান লেগস্পিনার আকিলা ধনাঞ্জয়া। সেই রেশ কাটতে না কাটতে আবারো ছয় বলে ছয় ছক্কা দেখলো ক্রিকেট বিশ্ব।
আজ শ্রীলঙ্কার ঘরোয়া লিষ্ট এ ক্রিকেটে পেরেরার দল শ্রীলঙ্কান আর্মি মুখোমুখি হয়েছিলো ব্লুমফিল্ড ক্রিকেট অ্যান্ড অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে যেখানে ব্লুমফিল্ড ক্লাবের অফস্পিনার দিলহান কুবেরকে নিজেদের ইনিংসের শেষ ওভারে পরপর ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়ে ইতিহাসে নিজের নাম লিখলেন পেরেরা।