
খালেদ আহমেদ : যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে পবিত্র রজনী শব-ই-বরাত। মহিমান্বিত এই রাতে আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল ইবাদত বন্দেগিতে রয়েছেন ধর্মপ্রাণ মুসলমানেরা। মসজিদে এবং বাসাবাড়িতে বৈশ্বিক অতিমারী করোনা থেকে মুক্তিসহ অতীতের গুনাহ মাফ এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত লায়লাতুল বরাত তথা ভাগ্য রজনী হিসেবে পালন করে সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানেরা। ইসলাম ধর্ম মতে, এই রাতে মহান আল্লাহতায়ালা তার বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন।
করোনা অতিমারী চলায় পুলিশি নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে আল্লাহর নৈকট্য লাভের আশায় মসজিদে আসেন মুসল্লিরা। এশার নামাজের পর নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকিরসহ বিভিন্ন ইবাদত বন্দেগিতে ব্যস্ত থাকেন তারা।
পরে বিশেষ মোনাজাতে ব্যক্তিজীবনসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।এই রাতে মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় দান-খয়রাত ও আপনজনদের কবর জিয়ারত করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।