
আজকে লিখতে বসলাম “লোভ”নিয়ে।
মানুষকে ধবংস করে দেয় লোভ, অহংকার,হিংসা, নিজেকে উচ্চ শিকরে আরোহন করা, সবই লোভের কারনে হয়ে থাকে,
সমাজে নানা ভাবে নানা শ্রোনীর মানুষের মাঝে এ লোভ প্রতিয়মান হয়। আবার বিভিন্ন প্রকারের মানুষেরা এক শ্রোনীর লোকদের লোভ দেখিয়ে লোভে পড়ার জন্য কান লাগিয়ে দেয়, অনেকে প্রথম বউকে উধাও করে দ্বিতীয় বউয়ের মন জয় করার জন্য জয় করতে চাই বিভিন্ন পদ পদবী, আবার লোভের কারনে এক প্রকারের ব্যাক্তিগন পরিবারের অবিভাবক দাবী করে, তবে ছোট ভাইদের সম্পদ আত্নসাৎ করে, হায়রে মানুষ! আবার জনপ্রতিনিধি হওয়ার চেষ্টারত আছে, নিজের ঘর, পরিবার সামাল দিতে পারে না, এসব মানুষেরা জন প্রতিনিধি হয়ে সমাজের, দেশের কি ভাবে উপকার আসবে??
তারা শখিনতার জন্য যা সৎ বা অসৎ পথে বৈধ বা অবৈধ পথে যা উপার্জন করে তা রক্তের কিছু মানুষকে বঞ্চিত করে বসে,
আবার দেখা যায় নিজের নামে সম্পদ না রেখে ২য় স্ত্রীর নামে বেনামে সম্পদ রাখে, মানুষকে প্রতিটা সম্পদের হিসাব দিতে হবে, কারন মানুষ মৃত্যুশীল, মানুষকে যে পরকাল আছে তা বিশ্বাস স্থাপন করতে হবে, মহান আল্লাহ পাক কে বারবার স্বরণ করতে হবে।
তাই আমরা ভাবতে শুরু করি যার যেটা অধিকার তার সে অধিকার ফিরিয়ে দিয়ে সামাজিক, অবিভাবক এর গুরু দায়িত্ব বহন করি।স্বার্থপরতা বাদ দিই,
লেখক : মুৃহাম্মদ আবু ঈসা,সাবেক ভিপি চট্টগ্রাম আইন কলেজ ছাত্র সংসদ।