
সিনথিয়া সুমি, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) মেধাবী শিক্ষার্থী আপেল মাহমুদ। বাসা ঠাকুরগাঁও জেলায়। তিনি বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন এবং রাসায়নিক প্রকৌশল বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। যে সময়টাতে তার মনোযোগ দিয়ে ক্লাস করার কথা, বন্ধু-বান্ধবদের সাথে আড্ডা দেওয়ার কথা, নিজের জীবনের লক্ষ্য পূরনে এগিয়ে যাওয়ার কথা কিন্তু ঠিক সেই সময় ভাগ্যের কঠিন বাস্তবতার সাথে লড়াই করে বেঁচে থাকার তাগিদে আপ্রাণ চেষ্টা করছে আপেল মাহমুদ। বিগত ৭-৮ মাস যাবৎ খাদ্যনালীর কঠিন রোগে গুরুতর অসুস্থ তিনি। চিকিৎসার জন্য প্রয়োজন ৭ লক্ষ টাকা।
অসুস্থতার বিষয়ে আপেল মাহমুদ এর সঙ্গে যোগাযোগ করা হলে কাতর কণ্ঠে তিনি জানান , খাদ্যনালীর দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত প্রায় ৬/৭ আগে থেকে। তবে আগে কিছু খেলে ওনার হজম হতো না বা বমি হতো, কিন্তু এখন ঔষধ খেলেও সেটা বের হয়ে যায়। বর্তমানে তরল খাবার খাচ্ছেন। ডাক্তার বলেছেন, খাদ্যনালী ছোট হয়ে গেছে অপারেশন করাতে হবে। তবে রংপুর ও ঢাকায় বিভিন্ন জায়গায় বিভিন্ন টেস্ট ও ডাক্তার দেখিয়ে তেমন কোনো উন্নতি হচ্ছে না বরং দিন দিন শারিরীক অবস্থার অবনতি হচ্ছে । সম্প্রতি চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য ভারতের একটি হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। কিন্তু এর জন্য প্রয়োজন ৭ লক্ষ টাকা। যা এই নিম্নমধ্যবিত্ত শিক্ষার্থীর পরিবারের পক্ষে সম্ভব নয়।
তিনি আরও বলেন, তার বাবা পেশাগত ভাবে কৃষিকাজ করেন এবং মা একটি কিন্ডারগার্টেন বিদ্যালয়ে বাচ্চাদের পড়াতেন। তবে করোনার কারণে সেই চাকরিটা আর নেই। পারিবারিক অবস্থা নিম্নমধ্যবিত্ত। ইতিমধ্যেই বিভিন্ন স্থানে টেস্ট ও ডাক্তার দেখিয়ে অনেক অর্থ ব্যয় হয়েছে। তাই এখন তার পরিবারের পক্ষে তার পরবর্তী চিকিৎসার খরচ বহন করা আর সম্ভব হচ্ছে না। সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে আপেল নতুন জীবন ফিরে পেতে পারেন। বেঁচে থাকুক আপেল, পূর্ণতা পাক তাকে ঘিরে তৈরি হওয়া স্বপ্নগুলো। আপেল মাহমুদকে মানবিক সহায়তা পাঠানার ঠিকানা: বিকাশ, নগদ অ্যাকাউন্ট নম্বর- 01997021869 রকেট অ্যাকাউন্ট- 018838799636
অগ্রণী ব্যাংক অ্যাকাউন্ট নম্বর: 0200005200809