
বাড়ির পেছন থেকে মাটি কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দিরাই উপজেলার পুরাতন কর্নগাঁও গ্রামের লক্ষিকান্ত দে’র ছেলে বাবলু দে নামের এক ব্যক্তি আহত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০ টায় পুরাতন কর্নগাও গ্রামে এই ঘটনা ঘটে। জানা যায়, একই গ্রামের বাসিন্ধা নিশি কান্ত দে পূর্ব শত্রুতার জের ধরে বাবলুর বাড়ীর পেছন থেকে জোর পূর্বক ভাবে মাটি কেটে নিশির ভিটে ভরাট করার জন্য বাবলুর জায়গায় গর্ত করে মাটি কাটেন। বাবলু মাটি না কাটতে বললে নিশি ও তার ছেলেরা এলাকার পরিচিত দাঙ্গাবাজ লিকসন ও পিংকু বাবলুর উপর চাড়াও হন। বাবলু তাদেরকে গ্রাম্য সালিশের দোহাই দিলে তারা তোয়াক্কা না করে জোর পূর্বক ভাবে মাটি কাটতেই থাকেন, বাবলু তার বসত ভিটে ভেঙে যাবে বলে তাদের মাটি কাটায় বাধা দিলে একপর্যায়ে নিশি কান্ত ও তার ছেলেরা মিলে বাবলুর উপর প্রাণে মারার উদেশ্যে আক্রমণ শুরু করে।
বাবলু তাদের আক্রমণ সইতে না পেরে মাটিতে লুটিয়ে পড়েন। পরে বাবলু শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে নিশি ও তার ছেলেরা পালিয়ে যায়। পরে বাবলুকে তার আত্মীয় চিকিৎসার জন্য নিয়ে যান। আহত বাবলুর পিতা জানান, আমরা নিরীহ মানুষ আমরা দিন দিন নিশি ও তার ছেলেদের হাতে নির্যাতিত হচ্ছি৷ নিশি টাকা ওয়ালা লোক, এই গ্রামের যে কোন মানুষ তার সাথে সামান্য কথা কাটা-কাটি করলে তার ছেলেরা আক্রমণ করে। গত দিন ওরা আমার বাড়ীর পেছন থেকে জোর পূর্বক ভাবে মাটি কাটে আমার ছেলে মাটি না কাটতে বারণ করলে ওরা বাপ ছেলে মিলে আমার ছেলেকে আক্রমণ করে,। আমার ছেলের অবস্থা খুব নাজুক, আমরা নিরীহ লোক, ওদের অনেক টাকা আছে, আমরা এখন আইনের আশ্রয় নিব।
প্রত্যক্ষদর্শী বিমন বিশ্বাস, চিত্র বিশ্বাস সহ অনেকেই জানান, বাবলুর জায়গায় থেকে নিশি কান্ত জোর পূর্বক মাটি কাটেন, বাবলু তাদেরকে মাটি না কাটতে বললে তারা বাবলুকে আক্রমণ করেন। পরে আমারা এগিয়ে আসলে তারা ঘরে ফিরে যায়। এবিষয়ে নিশি কান্ত’র সাথে মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করলে তাহার ফোন বন্ধ পাওয়া যায়। এ এব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, আমরা কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেব।
leave your comments