
বাংলাদেশ নারী ক্রিকেট দলকে সুখবর দিলো আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা (আইসিসি) এখন থেকে আইসিসির পূর্ণাঙ্গ দল হিসেবে ক্রিকেটের তিন ফরম্যাটে দেখা যাবে ট্রাইগ্রেসদের। আজ এক ভোট সভা শেষে আইসিসির পূর্ণাঙ্গ দল গুলোকে টেস্ট স্ট্যাটাস দলো দলো ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থাটি। বাংলাদেশ ছাড়াও উক্ত মিটিংয়ে আরো টেস্ট স্ট্যাটাসের মর্যাদা পেয়েছে জিম্বাবুয়ের নারী ক্রিকেট দল এবং আফগানিস্তান নারী ক্রিকেট দল।
এতোদিন আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট স্ট্যাটাস পাওয়া দল ছিলো দশটি। ভারত,পাকিস্তান, নিউজিল্যন্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়স্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড নারী দলের সাথে টেস্ট খেলে আসছিলো নেদারল্যান্ডস এবং আয়ারল্যান্ড। তবে এবার নতুন তিনটি দল বাংলাদেশ, জিম্বাবুয়ে এবং আফগানিস্তান নারী ক্রিকেট দল টেস্ট মর্যাদা পেয়ে এখন পর্যন্ত মোট তেরোটি দল পেলো আন্তর্জাতিক নারী টেস্ট খেলার মর্যাদা।