
শাকিল আদনান কালুখালী প্রতিনিধি: রাজবাড়ীর কালুখালীতে আজ ৩ এপ্রিল বিকাল ৫ ঘটিকার সময় কালুখালী উপজেলার বঙ্গবন্ধু চত্বর বাংলাদেশ মুক্তি যুদ্ধ মঞ্চ রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে দেশ বিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন এর আয়োজন করা হয়। উক্ত পথ সভায় বক্তারা দেশ বিরোধী বক্তব্য দেয়ায় হেফাজতের আমির মামুনুল হকও বাবু নগরী কে অবিলম্বে গ্রেফতার করার জোড় দাবি জানানো হয়। এ ছাড়া আয়োজিত মানববন্ধন এ সাংবাদিক ও পুলিশ প্রশাসন কে ধন্যবাদ জানানো হয়
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় ও সঠিক ভাবে সংবাদ প্রচার করায় উক্ত বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তি যুদ্ধ মঞ্চ রাজবাড়ী জেলার সংগ্রামী সভাপতি আল-আমিন বিশ্বাস নয়ন .খোকন আহমেদ হৃদয়.সাংগঠনিক সম্পাদক রাজবাড়ী জেলা শাখা ও সাধারণ সম্পাদক কালুখালি উপজেলা মুক্তি যুদ্ধ মঞ্চ. এছাড়া উপস্থিত ছিলেন কালুখালি উপজেলা মুক্তি যুদ্ধ মঞ্চ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমেদ জয়,মাঝবাড়ী ইউনিয়ন মুক্তি যুদ্ধ মঞ্চ কমিটির সাধারন সম্পাদক আরজু শিকদার সহ স্থানীয় নেতৃবৃন্দ।