
মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া প্রতিনিধি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শত জন্মবার্ষিকী বা মুজিববর্ষ
উদযাপন উপলক্ষে বিভিন্ন মাদরাসায় ও উচ্চ বিদ্যালয়ে শত চারা রোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার সকালে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মাসুদুর রহমান। তিনি উপজেলাস্থলে বিভিন্ন ধরনের গাছের চারা রোপণ করেন। এসময়ে তিনি বলেন, মুজিব শতবর্ষ উদযাপন হচ্ছে নানা আঙ্গিকে। নেয়া হয়েছে নানা ধরনের বিশেষ সেবা মূলক কার্যক্রম। পাশাপাশি শিক্ষা মন্ত্রীর নির্দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শত চারা রোপণ করা হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে পোমরা বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সদস্যদের নিয়ে চার রোপণ করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব জহির আহমেদ চৌধুরী আর পোমরা উচ্চ বিদ্যালয়ের মাঠে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সদস্যদের নিয়ে চার রোপণ করেন বিদ্যালয়ের সভাপতি এবং পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসাতে বিভিন্ন ধরনের চারা রোপণ করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুজিবুর হক কুতুবী।

এ সময়ে উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক মাস্টার রফিকুল ইসলাম, সহকারী মাওলানা আবদুল কাদের, সহকারী শিক্ষক মাস্টার সাইদুল আলম, সহকারী শিক্ষিকা তানিয়া সুলতানা জেসমিন, সহকারী মাওলানা হাছান মঈন উদ্দীন, এবতেদায়ী প্রধান ছৈয়দ মুহাম্মদ জাহেদুল হক, জুনিয়র শিক্ষক রফিকুল ইসলাম, অফিস কর্মকর্তা দেলোয়ার হোসাইন, মাওলানা আবু ছৈয়দ, নুরুল আলম প্রমুখ।