
গেল মাসের শুরুর দিক থেকেই ঢাকার অদূরে পাবনাতে নতুন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন শাকিব খান। সেখানে শুটিং শেষ করে সোমবার সকালে ঢাকায় ফিরেছেন এ নায়ক। আর ফিরেই প্রথমে করোনাভাইরাস প্রতিরোধক ভ্যাকসিন নিলেন এ ঢালিউড সুপারস্টার। সোমবার দুপুর ১ টার দিকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে গিয়ে টিকা গ্রহণ করেন তিনি।
শাকিব খান বলেন আমি অনেক দিন দেশের বাহিরে ছিলাম দেশে এসে করোনা টিকা নিলাম আমি বিদেশে শুটিং জন্য গেছিলাম আমাসিনেমা ঈদে মুক্তি পাবে।ঢাকাই কিংয়ের এই ৩টি সিনেমাই টলিউডে নির্মিত। ছবিগুলো তার দীর্ঘ ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট বলে মনে করেন সমালোচকরা। কারণ, সিনেমাগুলোর মাধ্যমে পুরনো শাকিব খানকে একেবারে নতুন আদলে খুঁজে পান দর্শকরা। দুই দেশেই সিনেমা তিনটি
ছবিগুলো প্রযোজনা করেছে পশ্চিমবঙ্গের এসকে মুভিজ। প্রযোজক অশোক ধানুকা স্বাধীন বাংলা ৭১ কে জানান, গত ডিসেম্বর থেকে সিনেমাগুলো অ্যামাজন প্রাইম অ্যাপে দেখতে পারছেন দর্শকরা। তার ভাষায়, ‘বৈশ্বিক বাজারে বাংলা সিনেমার জন্য এই মাধ্যমটি খুবই গুরুত্বপূর্ণ।’তবে এই বিষয়ে শাকিব খানের কোনও মন্তব্য পাওয়া যায়নি। ১৫০ মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার রয়েছে ‘অ্যামাজন প্রাইম’-এর।