
আর মামুন -রাঙ্গুনিয়া প্রতিনিধি। চট্টগ্রামের সুপরিচিত সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন “রাঙ্গুনিয়া মডার্ন ব্লাড ডোনেশন ক্লাবে”এর উদ্যোগে স্বাধীনতার স্থপতি,মানবাতার প্রতিকৃত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজনে বিভিন্ন কর্মসূচি উদযাপন হয়।

গত ১৭ মার্চ (মঙ্গলবার)সকাল ৯ টায় কেক কেটে কর্মসুচির শুভ উদ্ভোধন করেন ক্লাবের উপদেষ্টা,রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগ এর সদস্য,ও স্বাধীন বাংলা ৭১ সহ সম্পাদত সৈয়দ আবুল মনসুর মেম্বার। দ্বিতীয় পর্বে একদিনের ক্রিকেট প্রিতি ম্যাচে অংশ নেয় ক্লাবের প্রায় শতাধিক সদস্যরা, তারা বিভিন্ন ব্লাড গ্রুপে ভাগ হয়ে খেলায় অংশ গ্রহণ করেন।, এ বি পজেটিভ ও সকল নেগেটিভ এর সাথে এ পজেটিভ ব্লাড গ্রুপের ফাইনাল ম্যাচ অনুষ্টিত হয়,এতে এ পজেটিভ গ্রুপকে হারিয়ে এ বি পজেটিভ ও সকল নেগেটিভ গ্রুপের সদস্যরা জয় লাভ করে

খেলা পরিচালনা করেন,রাঙ্গুনিয়া মডার্ন ব্লাড ডোনেশন ক্লাবের এডমিন, এম.আর মামুন,প্রবাসী সদস্য, জমির হোসেন।পরে বেতাগীর মাদ্রাসায়ে ইস্কে মোস্তফায় করোনা ভাইরাস প্রতিরোধে ক্লাবের প্রবাসী সদস্য, মুহাম্মদ মমতাজুল হক আজিজ এর সৌজন্য ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে মাক্স বিতরণ করেন ক্লাবের সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন,বিশিষ্ট মুক্তিযুদ্ধা ডঃ সিরাজদৌলা, রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ আলী তালুকদার,ক্লাবের বেতাগী শাখার উপদেষ্টা ও ইস্কে মোস্তফা মাদ্রাসা পরিচালক,হায়দার আলী,আবুল কালাম,সোলেমান মুন্সি,যুবলীগনেতা ওসমান ফারুক,বেতাগী ছাত্রলীগ সভাপতি খোরশেদুল আলম তালুকদার
,সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।।