
লকডাউনে মাস্ক ব্যবহার করা অপরিহার্য করছে সরকার। বিভিন্ন জায়গায় মাস্ক না থাকায় জরিমানাও গুনতে হয়েছে পথচারীদের। এমতাবস্থায় আপনার যদি মাস্ক না থাকে, আপনি গেলেন বাইরে বা গাড়ি করে কোথাও, আর তখনই আপনার সামনে আসল পুলিশ। যদি জিজ্ঞেস করা হয় আপনার মাস্ক কোথায়? তখন আপনি কি করবে! নিশ্চয়ই বুঝতে পারছেন আপনার পরিস্থিতি তখন কি রকম!
এমনই ঘটনা ঘটেছে গত ৩ এপ্রিল রাঙ্গুনিয়া সার্কেল এএসপি মোঃ আনোয়ার হোসেন শামীম যখন অভিযানে যান। তিনি একটা সিএনজি অটোরিকশার পাশে গেলেন। গাড়িতে আছে একজন মহিলা দুজন পুরুষ। মহিলাটির বোরকার ওড়না থাকায় মাস্কের প্রশ্ন থেকে রেহায় পেলেন। অপর পুরুষটিরও রয়েছে মাস্ক। কিন্তু মহিলাটির পাশে থাকা লোকটির মাস্ক না থাকায় তিনি তাড়াহুড়ো করে মহিলার ওড়নার একাংশ নিয়ে তাঁর নাক মুখ ঢেকে নিয়ে মাস্কে পরিণত করেন। উল্লেখ্য, গত ৫ এপ্রিল থেকে বাংলাদেশ সরকার দেশকে পুরোপুরিভাবে লকডাউন করার নির্দেশ দেয়া হয়।
leave your comments