
কুষ্টিয়ার কুমারখালীতে কিশোর গ্যাং এর বিশাল হাসুয়া সহ ছবি তুলে ফেসবুকে পোস্ট জনমনে আতংক সৃষ্টির করেছে । উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চর জগন্নাথপুর গ্রামের ফেসবুকে হাসুয়াসহ ছবি পোস্টকারী চার কিশোরের বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ। এলাকাবাসী জানান চরজগন্নাথপুরের তারা সর্দারের ছেলে আলিম,দাউদের ছেলে মজিদ সর্দার, রহিম সর্দারের ছেলে আলিম ও নুরুল ইসলামের ছেলে রুহুল সম্প্রতি ১৩ টি বিশাল সাইজের হাসুয়া বানিয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট দিয়েছে জনমনে আতংক সৃষ্টির উদ্দেশ্য। তারা এলাকায় বিভিন্ন ধরনের অপরাধমুলক কর্মকাণ্ড করে বলে তারা জানান।
এ বিষয়ে আলিম মুঠোফোনে জানান কলা কাটার জন্য এই হাসুয়া ব্যবহার করা হয়। এলাকায় আমাদের সম্পর্কে খোঁজ নিয়ে দেখেন আমাদের কোন বাজে রিপোর্ট আছে কিনা? পিকনিক করার দিনে একান্তই ইয়ার্কির ছলে ছবি তোলা হয় কে বা কাহারা শত্রুতামুলক ছবি ফেসবুকে পোস্ট করেছে এটা তার অজানা। ৭/৮ ফুট দৈর্ঘ্য হাসুয়া কলা কাটার কাজে ইতিপূর্বে ব্যবহার করা হয়েছে কিনা এমন প্রশ্নের সে সদুত্তর দিতে পারেনি। দ্রুত গতিতে নতুন করে কোন অপরাধ মুলক কর্মকাণ্ড রোধে এই চার কিশোরের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।