
লক্ষ্মীপুরের রায়পুরে ছেলের সাথে অভিমান করে বিষপানে ফাতেমা বেগম (৩৭) নামের এক মায়ের করুণ মৃত্যু ঘটেছে। বুধবার (৭ এপ্রিল) সকালে উপজেলার চর মোহনা ইউনিয়নের বিশ্বাসের বাড়িতে এই ঘটনা ঘটে। তিনি ওই বাড়ির দিন মজুর মোঃ স্বপনের স্ত্রী।
মৃত গৃহবধূর মামাতো ভাই রাজু জানান, শবেবরাতের হালুয়া-রুটি খাওয়াকে কেন্দ্র করে ছেলে ফরহাদের (১৫) সাথে মায়ের কথা কাটাকাটি হয়। ছেলের সাথে অভিমান করে ৫দিন আগে তিনি বিষপান করলে তাকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করানো হয়। সুস্থ হয়েছেন মর্মে তারা ফাতেমাকে নিয়ে আসলে এদিন সকালে তার মৃত্যু হয়। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে নিহতের স্বামী-সন্তান কোনো কথা বলতে রাজি হননি।
এ ব্যাপারে রায়পুর থানার ডিউটি অফিসার এএসআই জাহাঙ্গীর আলম জানান, বিষয়টি কেউ থানায় জানায়নি। খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
leave your comments