
উজিরপুর প্রতিনিধি ঃ উজিরপুরে ইতিমধ্যে ইতালী থেকে ২জন ও মালয়েশিয়া থেকে ৫ জনের পরিবার তাদের নিজ বাড়ীতে অবস্থান করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাস জানিয়েছেন উজিরপুর পৌরসভার এক ইতালী প্রবাসী তার পরিবারের ৪জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
মালয়েশিয়া থেকে ৫ জনের একটি পরিবার সাতলা ইউনিয়নের অবস্থান করছেন। তাদেরকেও হোম কোয়ারেন্টইনে রাখা হয়েছে।
১৮ মার্চ বুধবার গোপন সংবাদের ভিত্তিতে ধামুরা ইতালী প্রবাসী অবস্থান করার সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তী ও থানা পুলিশের একটি টিম এবং স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সহ প্রেরণ করা হয়েছে। তাদের পরিবারে ৩ জন সদস্য রয়েছে বলে জানা গেছে। তাদেরকেও হোম কোয়ারেন্টাইনে রাখা হবে। নির্বাহী কর্মকর্তা আরো জানান প্রতিটি ইউনিয়নের জনপ্রতিনিধি, চৌকিদার, দফাদার সহ সকলকে বিদেশ থেকে আসা ব্যক্তিদের উপর করা নজরদারী রাখতে বলা হয়েছে।
মডেল থানার ওসি জিয়াউল আহসান জানান তথ্য গোপন রাখা হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার শওকত আলী জানান এখন পর্যন্ত হোম কোয়ারাইন্টানে রাখা কোন ব্যক্তির শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি। তবে সন্দেহ হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।