
বিয়ে না করে একই ফ্ল্যাটে থাকছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা এবং মনোজ প্রামাণিক। মিঠু রায় এর ‘ফেক হাসব্যান্ড’ নাটকে এমনই দৃশ্য নিয়ে হাজির হবেন প্রভা এবং মনোজ। বাস্তব জীবনের ব্যাচেলরদের বাসা ভাড়া সমস্যা নিয়েই এর গল্প।

নাটকটির গল্পে দেখা যাবে, রুনি (প্রভা) একজন চাকরিজীবী অবিবাহিত মেয়ে। ঢাকায় একাই থাকেন। ব্যাচেলর বলে বাসা পেতে সমস্যা হয়, এলাকার লোকজন নানা মন্তব্য করে। এমনকি কর্মস্থলেও সহকর্মীরা অ্যাডভান্টেজ নেয়ার চেষ্টা করে। তাই রুনি বলে বেড়ান যে তিনি বিবাহিত। এরপর থেকে আগের সমস্যাগুলো অনেকটাই সমাধান হয়ে যায় তার।