
নতুন বছরের শুরুতেই আশার আলো দেখালো নাটক ‘ক্যান্ডি ক্রাশ’। সিএমভি প্রযোজিত এই নাটকটির দৌলতে নেটিজেনদের কাছে শুরু থেকে এখনও তুমুল প্রশংসা কুড়াচ্ছেন অপূর্ব-মেহজাবীন। সেই ফাঁকে এই জুটির ক্যারিয়ারে যুক্ত হলো নতুন সোনালি পলক। ইউটিউবে দ্রুততম কোটি ভিউয়ের ক্লাবে আবারও হানা দিলেন তারা। ‘ক্যান্ডি ক্রাশ’ নাটকটি প্রকাশের মাত্র ৯৫ দিনের মাথায় অতিক্রম করলো কোটি ভিউয়ের ঘর। যা তালিকা হিসেবে বাংলাদেশের দ্রুততম কোটি ভিউ হওয়া ষষ্ঠ নাটক।

নাটকের গল্পে দেখা যায়- অপূর্ব খুব কৃপণ স্বভাবের। প্রতি পদে পদে হিসেব করে চলে। এদিকে মেহজাবিন বারবার ফেল করা মেধাহীন মেয়ে। মোটা ফ্রেমের চশমা পরে সাইকেল নিয়ে ঘুরে বেড়ায়। ঘতনাক্রমে এই দুইজনের দেখা হয়ে যায়। নানা হাস্যরসাত্মক কাহিনির মধ্য দিয়ে এগিয়ে যায় গল্প। ৩ জানুয়ারি সিএমভির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয় মহিদুল মহিমের রচনা ও পরিচালনায় নাটক ‘ক্যান্ডি ক্রাশ’। এটি কোটি ভিউ অতিক্রম করে গত ৮ এপ্রিল। এই বিষয়টি নিয়ে অপূর্ব’র সাথে কথা বলে জানা যায় বছরটা খুব ভালো একটি কাজ দিয়ে শুরু করেছি। তিন মাসের মাথায় তার ফলও পেলাম। শুরু থেকেই নাটকটি থেকে ব্যাপক সাড়া পাচ্ছি।