
আজ ১২ই এপ্রিল ২০২১ সাল সোমবার কুমিল্লা জেলা সদর দক্ষিণ ২১নং ওয়ার্ড শাকতলায় অনুষ্ঠিত হল শাকতলা প্রিমিয়ার লীগ-২০২১ ক্রিকেট টুনামেন্ট ফাইনাল খেলা।উক্ত খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃকবির হোসেন ভূঁইয়া (সভাপতি ২১নং ওয়ার্ড আওয়ামীলীগ, মোঃগোলাম মোস্তফা মজুমদার (সাধারন সম্পাদক ২১নংওয়ার্ড আওয়ামীলীগ),গোলাম জিলানী (চেয়ারম্যান বিজয়পুর ইউনিয়ন),মাহাবুবুর রশিদ মাহাবুব (সভাপতি জাতিয় যুব সংগহতি,কুমিল্লা জেলা) আরও উপস্থিত ছিলেন গ্রামের গণ্যমান্য সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তি বর্গ।
উক্ত টুর্নামেন্টি পরিচালনা করেন ডাঃমোঃকায়কোবাদ ,মোঃমহসীন রেজা, মোঃরাসেল,মিঠু এবং আয়োজনে ছিলেন শাকতলা ফ্রেন্ডস ইউনিটি, মোঃশফিউল আলম মিঠু, আবুল খায়য়র,মুকিম,শাহাজাহান,রাসেল মাহমুদ,রায়হানুল আলম অনয়,মোঃহানিফ সহ আরও অনেকে।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন রাসেল কিংস ও রিগ্যাল ফার্ণিচার রানার আপ খেলা শেষে অতিথিরা টুর্নামেন্টের চ্যাম্পিয়ন, রানারআপ ট্রপিসহ অন্যান্য পুরস্কার বিতরণ করেন।অনুষ্ঠানে অতিথিরা বলেন, বাংলাদেশের ছেলেরা ক্রিকেটে আশা জাগানিয়া সাফল্য এনে দিয়েছে। নারী ক্রিকেটারাও ভালো করছে। আশা করছি এই ধারাবাহিকতা থাকার পাশাপাশি তারা আগামীতে আরো ভালো করবে। তিনি আরো বলেন,খেলাধূলায় কুমিল্লা অনেক সুনাম ছিল। কোন কোন ক্ষেত্রে সেই সুনাম হারিয়ে গেছে। হারিয়ে যাওয়া সুনাম ফিরিয়ে আনাসহ আরো ভালো কিছু করা হবে। এক্ষেত্রে আমরা সার্বিক সহযোগিতা সব সময় করব।