
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঐতিহ্যবাহী দেওদীঘি কে. এম. উচ্চ বিদ্যালয়ের এক্স স্টুডেন্টস্ ফোরামের উদ্যোগে করোনা ভাইরাসের মহামারী প্রতিরোধে সাবানসহ স্যানিটাইজার সামগ্রী বিতরণ আজ সোমবার শুরু হয়েছে।
এছাড়া করোনা ভাইরাসের সংক্রমণরোধে ব্যানার, লিফলেট বিতরণসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
প্রাথমিকভাবে উক্ত এলাকার এওচিয়া ও মাদার্শা এই দুটি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, বাজারসহ ব্যক্তিগত পর্যায়েও এসব সামগ্রী বিতরণ করা হচ্ছে এবং জনসচেতনতা গড়ে তোলা হচ্ছে।
ফোরামের পক্ষে উক্ত কার্যক্রম পরিচালনায় আছেন সাইফুল ইসলাম, মোহাম্মদ মিজান, কাইছার বিন হোছাইন, আরিফুল ইসলাম, মোজাম্মেল হক নাঈম প্রমুখ।
উক্ত কার্যক্রম ফোরামের সদস্যদের অর্থায়নে পরিচালিত হচ্ছে। এই মহতী উদ্যোগে সকল শুভাকাঙ্খীকে সহযোগিতার হাত প্রসারিত করার জন্য ফোরামের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানানো হয়।