
মিউজিক ভিডিও হতে শুরু করে ও ইউটিউবে শর্ট ফিল্ম তৈরি করে থাকেন তাঁর পাশাপাশি অভিনয় ও করে থাকেন এই প্রজন্মের তরুন নির্মাতা।সামনে পবিত্র ঈদুল ফিতর কে সামনে রেখে অন্তুুু মাহমুদ এবার তৈরি করলেন ঈদ স্পেশাল বেহায়া চোর ও শট ফিল্ম অভিনয় করেছেন, আরিফ , তাসপির ,সাজু,জয় অভি, অন্তুু মাহমুদ সহ আরো অনেকে।
গল্প তৈরি করলেন :আরিফ খান, সহকারি পরিচালক ছিলেন, সাজু জানা যায় এই শর্ট ফিল্মটি ontu mahmud নিজের ইউটিউব চ্যানেলে মাহে রমজান এর 20 তম রমজানের দিন আপলোড করা হতে পারে।
এই বিষয় নিয়ে অন্তুু মাহমুদ স্বাধীন বাংলা ৭১ নিউজ চ্যানেল কে জানান বাংলাদেশে করোনা পরিস্থিতি ভালো না, দেওয়া হলো লক ডাউন, লক ডাউন এর ২ দিন আগে আমরা ফেনীর দাগুনভূইয়া গনিপুর বাজার এর ভিবিন্ন যায়গায় শুটিং কাজ শেষ করলাম সবাই খুব ভালো অভিনয় করেছেন আশা করি দর্শকরা ভালো কিছু পেতে যাচ্ছেন এবার সবাই আমার পাশে থাকবেন সব সময় আপনাদের কে নতুন নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করবো।