
পবিত্র রমজান উপলক্ষে আনোয়ারা উপজেলার ৯নং পরৈকোড়া ইউনিয়নের দেওতলা গ্রামে অসহায় ও কর্মহীন মানুষের মধ্যে সেহরির ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩০এপ্রিল) সকালে ৯নং পরৈকোড়া ইউনিয়নে দেওতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে পরৈকোড়া ইউপি চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী এম নুরুল হুদা চৌধুরী’র পক্ষ থেকে দুই শতাধিক পরিবারের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামি চিন্তাবিদ মাওলানা ক্বারী মামুন, চট্টগ্রাম মহানগর বঙ্গবন্ধু একাডেমির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক শেখ আব্দুল্লাহ্, দেওতলা ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোঃ মোতালেব, কৈখাইন ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কে এইচ এম তারেক, আনোয়ারা কলেজ ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান মুন্না, আমজাদ হোসেন প্রমুখ।
এম নুরুল হুদা চৌধুরী বলেন, যতদিন বেঁচে থাকি ততদিন গরীব দুঃখী মেহনতী মানুষের সেবায় নিয়োজিত থাকতে চেষ্টা করব।