
শ্রীলঙ্কার রানের পাহাড়ে চাপা পড়লো সফরকারী বাংলাদেশ। চতুর্থদিন শেষে এখনো পিছিয়ে আছে ২৬০ রানের বিশাল ব্যবধানে। পঞ্চম এবং শেষ দিনে জয়ের জন্য হাতে আছে মাত্র ৫ উইকেট। আজ পাল্লাকেলে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টেে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার দেওয়া ৪৩৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ৩১ রানের মাথায় ব্যাক্তিগত ২৪ রান করে বিদায় নিতে হয় টাইগার ওপেনার তামিম ইকবালকে । অন্য ওপেনার সাইফ হাসান নিজের যোগ্যতার প্রমান দিতে চেয়েছিলো ইনিংসের শুরু থেকে তবে ব্যাক্তিগত ৩৪ রানে প্রভীন জয়াবিক্রমার শিকার হয়ে ফিরতে হয় তাকে।
পরপর দুই ইনিংসে ডাক মারা নাজমুল হোসেন শান্ত আজও খেলতে পারেনি বড় ইনিংস ফিরেছেন ২৬ রান করে। অধিনায়ক মুমিনুল ফিরেন ৩২ রান করে আর অন্যদিকে নিজেদের দ্বিতীয় ইনিংসে এখন সর্বোচ্চ রান সংগ্রহকারী মুশফিকুর রহিম ফিরেছেন ৪০ রান করে। দলের এমন অবস্থায় মাঠে বাংলাদেশের হয়ে লড়াই করছেন লিটন দাশ এবং মেহেদী হাসান। লিটন ১৪ আর মেহেদী ৪ রানে অপরাজিত আছেন। শ্রীলঙ্কার হয়ে রমেশ মেন্ডিস ৩টি এবং প্রভীন জয়াবিক্রমা নেন ২টি উইকেট। এর আগে চতুর্থদিনের শুরুতে নিজেদের দ্বিতীয় ইনিংসে গতদিনের দুই অপরাজিত ব্যাটসম্যান করুনারত্নে এবং ম্যাথিউজ ব্যাট করতে নেমে ২২ রান যুক্ত করতে পারে। ব্যাক্তিগত ১২ রান করে ফিরেন ম্যাথিউস। চতুর্থ উইকেট জুটিতে ডি সিলভাকে সঙ্গী করে করুনারত্নে ৭৩ রানের জুটি গড়লে বড় সংগ্রহের পথে হাঁটে শ্রীলঙ্কা তবে ব্যাক্তিগত ৬৬ রানে সাইফ হাসানের প্রথম আন্তর্জাতিক টেস্ট উইকেটে পরিণত হয় করুনারত্নে। সঙ্গীকে হারিয়ে ৪১ রান করে ফিরেন ডি সিলভাও।
সিলভা এবং করুনারত্নের বিদায়ের পর নিশাঙ্কাকে নিয়ে ৩৮ রানের জুটি গড়েন ডিকভেলা। তাসকিনের শিকার হয়ে ডিকভেলা ফিরেন ২৪ রান করে। আর ডিকভেলার সমান ২৪ রান করে তাইজুলের শিকার হয়ে ফিরেন নিশাঙ্কা। শেষদিকে ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতায় ৯ উইকেটে ১৯৪ রানে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম ৫টি উইকেট শিকার করেন দুইটি উইকেট নেন মেহেদী হাসান। একটি করে উইকেট নেন তাসকিন আহম্মেদ এবং সাইফ হাসান।
সংক্ষিপ্ত স্কোরঃ শ্রীলঙ্কাঃ ৪৯৩/৬ (১ম ইনিংস) থিরামান্নে ১৩১ করুণারত্নে ১১৯ তাসকিন ৪/১২৭ তাইজুল ১/৮৩ ২য় ইনিংস ১৭/২ করুনারত্নে ১৩* থিরামান্নে ২ তাইজুল ৫/৭২ মেহেদী ২/৬৬
বাংলাদেশঃ ২৫১/১০ (১ম ইনিংস ) তামিম ৯২ মুমিনুল ৪৯ প্রবীন ৬/৯২ লাকমল ২/৩০ ২য় ইনিংস ১৭৫/৫ মুশফিক ৪০ সাইফ হাসান ৩৪ রমেশ ৩/৮৬ প্রভীন ২/৫৮