
রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ৩ নং স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের সার্বিক সহযোগিতায় ও হাজী আনোয়ার মফজল স্মৃতি কল্যাণ পরিষদ আন্নসিকদার পাড়ার উদ্যোগে বৃহস্পতিবার(২৬ মার্চ) ৩ নং স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ছাত্রসেনা ইউনিয়নের সভাপতি মোহাম্মদ কামাল এর নেতৃত্বে বিশ্বব্যাপী মহামারি নোবেল করোনা ভাইরাসকে প্রতিরোধ করার লক্ষে দিন এনে দিনে খাওয়া শতাধিক অসহায় পরিবারের ঘরে ঘরে গিয়ে ত্রাণ সামগ্রী চাল,ডাল,তৈল,অালু, সাবান ওজীবাণুনাশক স্প্রে হেন্ড ওয়াস সহ জনসচেনতা মূলক লিফলেট বিতরণ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ইউনিয়নের সাবেক সভাপতি হাফেজ ইসকান্দর হোসাইন কাদেরী, সাধারন সম্পাদক ইয়াছিন অরাফাত শিকদার,মোশারফ করিম, অারিফুর রহমান, ইসকান্দর, নাছের হোসাইন,মোহাম্মদ সোহেল, জোবাইর,অারিফ, সৈয়দ অারমান, হাসেবুল ইসলাম তারেক,ফয়সাল, কিবরিয়া, শরিফ,রাসেল,নুরুল অামিন ও গোলাম রাব্বানি প্রমূখ
।পরিশেষে হাজী আনোয়ার মফজল স্মৃতি কল্যাণ পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ লোকমান জিহাদী সমাজের বিত্তবানদের এই দুর্যোগে গরিব অসহায়দের পাশে আর্থিকভাবে সহযোগিতায় অগিয়ে আসার আহবান জানান।