
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা দক্ষিণ পোমরা ইউনিয়নের বাংলাদেশ ছাত্রলীগ ৭নং ওয়ার্ড শাখার উদ্যোগে বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ (এমপি) নির্দেশনায় করোনা ভাইরাস প্রতিরোধে এলাকার সকল জনগণের মাঝে সাবান, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ এবং ওয়ার্ডের বিভিন্ন জায়গায় জীবানুনাশক স্প্রে ছিটানো হয়েছে।
গতকাল শুক্রবার (২৭-মার্চা) এসব জীবাণুনাশক সামগ্রী গুলো বিতরণ করেন।

এসব সামগ্রী গুলো বিতরণ সময় উপস্থিত ছিলেন পোমরা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীর চক্রবর্তী সাগর, ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক আহবায়ক আরিফুল ইসলাম শুভ, সাবেক ছাত্রনেতা ওয়াহিদ ইসলাম টিপু, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সদস্য নাহিদুল ইসলাম অভি, ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি উৎস দাশ, সাধারণ সম্পাদক মহিন উদ্দীন, মোঃসজীব, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা বাবুন দাশ, ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা পল্লব দাশ, রিমন, কায়চার, পোমরা ইউনিয়ন ছাত্রলীগ নেতা উচ্ছ্বাস দাশ, শফিউল আজম, সুমন, নয়ন, সোহান, মারুফ, ইমন, মোরশেদ, উদীপ্ত দাশসহ প্রমুখ।