
নওগাঁ জেলা প্রতিনিধি:
জীয়ন আমেরিকায় নিবন্ধিত সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান এবং বাংলাদেশে জীয়ন বাংলাদেশ লিমিটেড নামে ২০১৪ সাল হতে গ্রাম ডাক্তার, পল্লীচিকিৎসক এবং ফার্মেসীদের নিয়ে গ্রামের মানুষকে স্বাস্থ্য সেবা,স্বাস্থ্যপন্য ও স্বাস্থ্য তথ্য দিয়ে সচেতন করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে এবং এসব বিষয়ে দেশী-বিদেশী নামকরা প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে গবেষণা পরিচালনা করছে।
তারই ধারাবাহিকতায় আমেরিকার বিখ্যাত বিশ্ববিদ্যালয় ”ইয়েল বিশ্ববিদ্যালয়” আন্তর্জাতিক গবেষণা সংস্হা আইপিএ ও জীয়ন এর যৌথ উদ্যোগে বাংলাদেশের ২৪ টি জেলার ৫৯ টি উপজেলার ৩০০ টি ইউনিয়নের ১৫০০ টি ফার্মেসীকে সাথে নিয়ে একটি আন্তর্জাতিক মানের গবেষণার কাজ হাতে নিয়েছে।
উক্ত গবেষণায় ফার্মেসীতে আগত রোগীদের রোগের লক্ষণ ও বয়সের তথ্য সংগ্রহ করে গবেষণাটি পরিচালিত হবে। নওগাঁ জেলাতেও শুরু হয়েছে এমন কার্যক্রম। দায়িত্বপ্রাপ্ত সেচ্ছাসেবকেরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং নওগাঁ সদর ও বদলগাছী উপজেলায় সেচ্ছাসেবক এর কাজ করছেন “শহিদুল ইসলাম ফেরদৌস “। আরো সম্পৃক্ত আছেন জীয়ন বাংলাদেশ লিমিটেড এর সকল পর্যায়ের কর্মীবৃন্দ।।।