
চলমান ভয়াবহ করোনা মহামারীতে যে মানুষটি নিজে ও পরিবারের সদস্যদের প্রচন্ড ঝুঁকিতে রেখে গত প্রায় ১৪ মাস ধরে কক্সবাজার-রামুবাসীর পাশে থেকে তাদের চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন, সাহস যুগিয়েছেন, জেলার সার্বিক চিকিৎসা ব্যবস্থা আরো উন্নত ও ব্যাপৃত করতে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন, করোনায় মৃতদের পারিবারিক সহযোগিতাসহ সাথী হয়েছেন-সেই কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল নিজেই করোনা আক্রান্ত হওয়ায় চট্টগ্রাম আইন কলেজের সাবেক ভিপি চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা আবু ঈসা চট্টগ্রাম এক জামে মসজিদে মিলাদের মাধ্যমে সুস্থতা কামনা করেন।
এতে উপস্থিত ছিলেন ভিপি মুৃহাম্মদ আবু ঈসা সহ রামু স্টুডেন্ট’স ফোরাম চট্টগ্রামের সভাপতি এম. মোবারক হোসাইন, রামু স্টুডেন্ট’স ফোরামের সদস্যবৃন্দ, মুসল্লিরা সহ ইমাম মুয়াজ্জিনরা।
প্রসঙ্গত, এমপি সাইমুম সরওয়ার কমল ঢাকাতে অবস্থানকালে একটু অসুস্থবোধ করলে গত ৪ মে সেখানে তিনি তাঁর শরীরের নমুনা টেস্ট করান। পরদিন ৫ মে তাঁর টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ আসে। একইদিন এমপি আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্বাবধানে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।