
অনেক সময় নিয়ে নিজেকে কাজের উপযোগী করে আবারও অভিনয়ে ফিরছেন মডেল আদিত্য শুভ ইতি মধ্যেই গত ২৫শে রমজান অসাধারণ একটি মিউজিক্যাল ফিল্মে কাজ করেছেন অভিনেতা আদিত্য শুভ এবং তার সাথে আরও অভিনয় করছেন সাঞ্জিদা দিশা এবং এস,কে সালমান মাহাবুব গল্পের নাম ছিলো শেষ চিঠি অসাধারণ এই রচনা ও পরিচালনা করেছেন এ প্রজন্মের তরুণ পরিচালক রাজা আহমেদ।
পরিচালক রাজা আহমেদ বলেন, শেষ চিঠি আমার পছন্দের একটি গল্প আদিত্য’র অভিনয় খুব ভালো ছিলো এবং মাহাবুব আর সাঞ্জিদাও অসাধারণ অভিনয় করছেন আশা করি সবার ভাল লাগবে এদিকে আদিত্য’র বলেছেন রাজা ভাইয়ার সাথে প্রথম কাজ করলাম এক নজরেই গল্পটি খুব ভালো লেগেছিল তাই আর বসে থাকতে পারলাম না শুটিং শেষ করে ফেললাম আর এই গল্পে সুন্দর একটি গান ও থাকতেছে আশা করি সবার ভাল লাগবে। একি কথা শোনা গেছে মাহাবুব আর সাঞ্জিদা’র মুখ থেকেও। ভিডিও’টির চিত্র গ্রহণ করেছেন রানা সেকি সহকারী পরিচালক ছিলেন আর,বি রনি পুবাইলের বিভিন্ন মনোরম পরিবেশে শুটিং করা হয়েছে এই গল্পের সবাই আমাদের জন্য দোয়া করবেন।