
ঈদে আসছে মানিক চৌধুরী পরিচালিত ছোট চলচ্চিত্র গিফত । আসছে ঈদে KM71 Multimedia present utv ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। এই ছোট চলচ্চিত্রে একটি নাটক রয়েছে । গল্পে দেখা যাবে-সম্পা নামে একটি মেয়েকে প্রচন্ড ভালোবাসে আলভী নামে ছেলে। আলভী সম্পাকে ভালোবাসে পাগলের মত। ছবি আঁকে রাস্তায় দাঁড়িয়ে। সম্পা একদিন আলভীল বন্ধুদেরকে জিজ্ঞেস করে, কি হয়ছে? বন্ধুরা বলে গাড়ি এক্সিডেন্ট করার পর থেকে পাগল হয়ে গেছে আলভী। আলভীর প্রতি সম্পার সহনাভূতির জন্ম হয়। তারপর ঘটনা দেখতে হলে চোখ রাখতে হবেKM71 Multimedia present utv ইউটিউব চ্যানেলটিতে।
এ-ই নাটকটি পরিচালনা মানিক চৌধুরী নাটকের সম্পূর্ণ কাজ শেষ করেন পুইবাল বিভিন্ন লোকেশনে চলচ্চিত্রটিতে অভিনয়ে করেছেন-সিমরান ইসলাম ঝুমু, মারিয়া শিমুল, রুমিও রানা আরো অনেকে । এ প্রসঙ্গে অভিনেএী সিম রান ইসলাম ঝুমু বলেন, দারুণ একটি গল্পের কাজ করলাম। স্বল্পদৈর্ঘ্যটির গল্প ভিন্ন ধাঁচের আশা করি সবার ভালো লাগবে। বাকিটা আপনারা বিচার করবেন। সবাইকে ভিন্ন কিছু উপহার দিতে পেরে আমি আনন্দিত।