
মোঃসাইদুর রহমান,কুমিল্লা প্রতিনিধি– চারদিকে আজ থমথমে নীরবতা; আঁধারে ঢাকিয়েছে জনজীবন! এমন সময় আলোর প্রদীপ হয়ে জ্বলে উঠলো মানবতার সংগঠন ভিক্টোরি অফ হিউমিনট্যি অর্গানাইজেশন! দেশের এই ক্রান্তিকালে পবিত্র ঈদ উল ফিতরের পূর্বেই লাকসাম উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মোট ১৫০ টি পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ কর্মসূচী সুন্দরভাবে সম্পন্ন করা হইছে।
পবিত্র ঈদ উল ফিতরের উছিলায় আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিন; পৃথিবীকে কর্মচঞ্চল করে দিন।
ভিক্টোরি অফ হিউমিনিট্যি সবসময় মানবিক কাজে ; মানুষের প্রয়োজনে। উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠন এর সভাপতি ফয়সাল হোসেন বাপ্পি, সাধারণ সম্পাদক জহিরুল কাইয়ুম অনিক, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন,সিনিয়র সহ-সভাপতি ফরহাদ আলম,সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম সাকিব, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সুজন, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক জোবায়ের আহমেদ , নির্বাহী সদস্য মাইনুল ইসলাম রাসেল, অন্তু, ফারুক ওয়াহিদ, শাহাদাত হোসেন, রাফি মাহমুদ, ইস্রাফিল আমিন, সাইমন ইসলাম সহ প্রমুখ।
এইসময় সংগঠন এর সভাপতি ফয়সাল হোসেন বাপ্পি বলেন, চলমান করোনা পরিস্থিতিতে আমরা ইতিপূর্বে লিফলেট বিতরণ, মাস্ক বিতরণ, সামাজিক দূরত্ব সৃষ্টির লক্ষ্যে মার্কিং লেভেল স্থাপন, জীবাণুনাশক স্প্রে, হ্যালো ভিক্টোরি ডাক্তার সেবা, শুকনো খাবার বিতরণ, ত্রাণ সামগ্রী বিতরণ এবং ইফতার সামগ্রী বিতরণ, নিতান্ত অসহায় কৃষকদের ধান কেটে বাড়িতে পৌঁছে দেয়া, গ্রামীণ জনপদের প্রান্তিক কৃষকদের মাঝে সবজির বীজ ও চারা বিতরণ করেছি।।