
প্রতিবছরের ন্যায় এই বছরও ‘শুকমনিয়া ছাত্র কল্যাণ ফোরাম ‘কতৃক ইফতারের আয়োজন করা হয়।বিগত বছরে ছোট পরিসরে আয়োজন হলেও এই বছর প্রায় ৫০০ লোকের ইফতারের আয়োজন করে উক্ত ফোরাম কমিটি।
ইফতার মাহাফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচ্ছপিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু নোমান মোহাম্মদ ইসমাইল, জাতীয় ছাত্র সমাজ চট্টগ্রাম মহানগরের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম।রমজানেরর গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা করেন শুকমনিয়া জামে মসজিদের খতিব মাওলানা ওমর ফারুক,মোহাম্মদ নুরুল আজিজ সহকারী মৌলভী গর্জনিয়া ফইজুল উলুম ফাজিল মাদ্রাসা । সমাপনী অধিবেশনে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মনির উল্লাহ।
উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে চেয়ারম্যান ছাত্রদের উদ্দেশ্য দিকনির্দেশনা প্রদান করেন।পাশাপাশি সামাজিক কল্যানমূলক ও ধর্মীয় কাজে সক্রিয় থাকায় সকলকে ধন্যবাদ জানান।