
ঘরের মাঠে আসন্ন শ্রীলঙ্কা বিপক্ষে ওয়ানডে সিরিজে নিজের পছন্দের ব্যাটিং পজিশন তিনে ব্যাট করতে দেখা যাবে সাকিব আল হাসানকে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু । ২০১৯ বিশ্বকাপে তিনে ব্যাট করেছিলেন সাকিব। এরপর জুয়াড়ি প্রস্তাব পেয়ে তা গোপন রাখায় সবধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হতে হয়েছিলো এক বছরের জন্য। শাস্তির মেয়াদ পূর্ণ করে ফিরেছিলেন ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট হাতে নামতে দেখা গিয়েছিলো পাঁচ নম্বর পজিশনে। তবে এবার ঘরের মাঠে আরেক দল শ্রীলঙ্কার বিপক্ষে নিজের পছন্দের পজিশন তিনে ব্যাট করবেন সাকিব জানিয়ে দিলেন মিনহাজুল আবেদীন নান্নু।
ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে নান্নু বলেন, “সে (সাকিব) আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে তিন নম্বরে ব্যাট করবে। ওটা ওর জন্য সেরা পজিশন এবং আমরাও তা বুঝি, মাঝখানে শুরু করার আগে তার জন্য সেট হওয়ার সুযোগ থাকবে”।