
চট্টগ্রামের কর্ণফুলীতে দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে এক তরুণ খুন হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১০ টার দিকে উপজেলার চরলক্ষ্যা বোর্ড বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. মুরাদ (২৪)। তিনি কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বশর হাজীর বাড়ির মৃত আবদুর রহিমের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে বোর্ড বাজারের একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন মুরাদ। এ সময় তাঁর সঙ্গে স্থানীয় কয়েকজন যুবকের তর্কাতর্কি হয়। একপর্যায়ে ওই যুবকেরা মুরাদের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান। আহত অবস্থায় মুরাদকে প্রথমে উপজেলার সাউথ চট্টগ্রাম হাসপাতালে নিয়ে যান স্থানীয় লোকজন। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।