
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ ।
আজ(২২ মে )শনিবার সকালে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শান্তিপুর গ্রামের উত্তরের বনুয়ার টুপ নামক স্থান থেকে গলাকাটা ক্ষতবিক্ষত লাশটি উদ্ধার করেছে ।
নিহত জাহাঙ্গীর আলম (২৩)উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের উত্তর মাহারাম গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গ্রামের’ গরুর রাখালরা মাঠে গরু চড়াতে গেলে, মাঠে গিয়ে দেখতে পায় বাদাম ক্ষেতের মধ্যে ক্ষতবিক্ষত একটি গলাকাটা লাশ পড়ে আছে। এসব দেখে স্থানীয় গন্যমান্যকে অবহিত করে রাখাল। এসব শোনে থানা পুলিশ কে জানান স্থানীয়রা।
তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার বলেন, শুক্রবার রাতে কোন একসময় দুর্বৃত্তরা ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীর আলম কে গলাকেটে হত্যা করেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে । ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে । এখনো কোন ক্লু পাওয়া যায় নি। ক্লু, পেলেই দ্রুত আসামী গ্রেফতার করা হবে। আমাদের অভিযান চলমান রয়েছে ।