
চট্রগ্রাম প্রতিনিধি- রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপি’র নির্দেশনায় দুস্থদের মাঝ ত্রাণ বিতরণ করেছেন রাউজান পৌরসভা ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী। তিনি ১ এপ্রিল পৌর এলাকার সুলতানপুর ৫নং ওয়ার্ড ও পৌর এলাকার ৮নং ওয়ার্ডে এই ত্রান বিতরণ করেন।
ত্রাণ বিতরণকালে অনুপ চক্রবর্তীর সাথে দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ত্রাণ বিতরণ প্রসঙ্গে পৌরসভা ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী জানান,আমরা বাড়ি বাড়ি গিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিষপত্র পৌচ্ছে দিচ্ছি । আমরা অগ্রাধিকার ভিক্তিতে দিনমজুর, রিক্সা চালক, ভ্যান চালক, অটোরিকশা চালকসহ কর্মহীন লোকজনকে তালিকাভূক্ত করেছি। করোনা যতদিন স্বাভাবিক না হয়ে আসবে, আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি বলেন, করোনাভাইরাস প্রার্দুভাবে সারাবিশ্ব সংকটময় মূহুর্ত অতিক্রম করছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটাকে যুদ্ধ হিসাবে ঘোষনা করছেন। এই যুদ্ধে আমাদের জয়ী হতে হবে।
রাউজানের সাংসদ মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন। তার নেতৃত্বে পৌর ছাত্রলীগ জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। এই সংকটকালীন সময়ে সমাজের বৃক্তশালীদেরও এগিয়ে আসার আহবান জানান ছাত্রলীগের এই সভাপতি।