
আমতলী(বরগুনা) প্রতিনিধিঃ- মহামারী করোনা ভাইরাসের প্রভাবে হঠাৎ থমকে গেল দেশ,বলা ভালো গোটা বিশ্ব।
ভয়াবহ মরনব্যাধি করোনা ভাইরাস এর বিস্তার রোধে লকডাউন ঘোষণা করা হয়েছে সারা বাংলাদেশকে। লকডাউন চলার প্রেক্ষিতে বরগুনার আমতলী উপজেলার খেটে খাওয়া দিনমজুর শ্রেণির মানুষের খাদ্য চাহিদার দুঃশ্চিন্তা দূর করতে জনসাধারনকে ঘরে থাকতে উৎসাহিত করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন আমতলী উপজেলা ছাত্র ফোরাম।
উপজেলার বিভিন্ন ইউনিয়নে দূর্দশাগ্রস্থ মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে চাল,ডাল,তেল সহ ব্যক্তিগত সুরক্ষার বিভিন্ন সামগ্রী বিতরন করে।
এসময় ত্রান কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন আমতলী উপজেলার সভাপতি জনাব অশোক মজুমদার,সাধারন সম্পাদক মোঃ রেজাউল করিম,উপজেলা ছাত্র শাখার আহবায়ক গাজী আবির আহমেদ।
ত্রান কর্মসূচির উদ্যোগ গ্রহন ও বাস্তবায়নে ছিলেন আমতলী উপজেলা ছাত্র শাখার সভাপতি মোঃ আবু মুসা জিয়াদ, সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান মিলন,জোবায়েদুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ নিয়াজ মোর্শেদ তনয় মোল্লা,যুগ্ন সম্পাদক মোঃ আল আমিন, সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম,সহ সাংগঠনিক মোঃ আল মামুন,আইন বিষয়ক সম্পাদক আতিকুর রহমান রায়হান,শিক্ষা সম্পাদক আবু জাফর শিকদার,অর্থ সম্পাদক মোঃ আবুল কাসেম এবং সমাজসেবা সম্পাদক ডাঃ অলিউল মিয়া।
কর্মসূচি সফল ভাবে সম্পন্ন হওয়ায় শুভকামনা জানিয়েছেন বরিশাল বিভাগের বাংলাদেশ মানবাধিকার কমিশনের ডেপুটি গর্ভনর আলহাজ্ব আবু মাসুম ফয়সাল।
