
দক্ষিণ আমেরিকার শ্রেষ্টত্বের লড়াই কোপা আমেরিকার চলতি আসর যুক্তরাষ্ট্রে নয় অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার। কোপা আমেরিকার চলতি আসর হওয়ার কথা ছিলো ২০২০ সালে। তবে করোনা ভাইরাসের প্রকোপে তা স্থগিত করে এইবছরের জুনে আর্জেন্টিনা এবং কলম্বিয়ার মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বর্তমান করোনা পরিস্থিতির কারণে কলম্বিয়াকে ছাড়াই এককভাবে আসর আয়োজন করতে চেয়েছিলো আর্জেন্টিনা। কিন্তু হঠাৎ গুঞ্জন উঠেছিলো বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় আর্জেন্টিনার মাঠে এবারের আসর হবে কিনা!
তবে সব সন্দেহ দূর করে দক্ষিণ আমেরিকায ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা (কনমবেল) নিশ্চিত করে বলেছেন, “বর্তমানে আর্জেন্টিনার সরকার করোনা পরিস্থিতি বিবেচনায় রেখে সম্পূর্ণ আসরটি আয়োজন করতে চায়। যার জন্য কোপা আমেরিকার এবারের আসর অনুষ্ঠিত হবে আর্জেন্টিনাতে”।