
জাগ্রত হোক সৎ ইচ্ছা শক্তি,এই স্লোগান কে সাথে নিয়ে সৎ ইচ্ছার জাগরণকারী সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় নির্বাচন ২০২১ রেলওয়ে হাসপাতাল সংলগ্ন বর্ণের ইসকুল এ অনুষ্ঠিত হয়,২৮ই মে রোজ শুক্রবার ২০২১ইং সকাল ১০.৩০ থেকে বিকাল ৪.৩০অবধি সংগঠন এর মেম্বারদের ভোট গ্রহনের মধ্য দিয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়,পরে ভোট গননা শেষে বিকাল ৫ঘটিকায় ফলাফল ঘোষনা করা হয়,এতে (২০২১-২৩ পরিষদে) ৮৬% ভোটে মো: আরিফুল ইসলাম হৃদয় সভাপতি ও ৮০% ভোটে মোঃ জসিম উদ্দীন কুতুবি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন সংগঠনটির পৃষ্টপোষক ও উপদেষ্টা লায়ন নবাব হোসেন মুন্না। নির্বাচন কমিশনের দায়িত্বে ছিল সম্মিলিত সামাজিক সংগঠন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ ও মানব অধিকার কমিশন চট্টগ্রাম মহানগর উত্তরের দপ্তর সম্পাদক জাহিদ তানছির। এসময় অত্র সংগঠনের সদস্যবৃন্দ, উপদেষ্ঠা ও দিক-নির্দেশক ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন এবং ভোট প্রদান করেন। এতে সংগঠন টির সাবেক চট্রগ্রাম বিভাগীয় প্রধান সমন্বয়ক আসলাম হোসেন আসাদ জানান অত্র সংগঠনটি ২০১৪সাল থেকে চট্রগ্রাম তথা বাংলাদেশের প্রত্যেকটি জেলাই তারা সামাজিক কাজ করে আসছে,তিনি আরও বলেন চলমান করোনা পরিস্থিতিতে দেশের,সমাজের সহযোগিতার জন্য তারা সর্বদা প্রস্তুত,এবং বর্তমান করোনা পরিস্থিতিতে দেশে নিস্ক্রিয় হয়ে যাওয়া সেচ্ছাসেবী, সেচ্ছাসেবী সংগঠন কে সক্রিয় করার লক্ষে ও দেশের প্রত্যকটি উপজেলা হতে বেকার তরুনদের কর্মসংস্থান এবং উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে সারাদেশ ব্যাপী একটি ইচ্ছার প্রতিফলন নামক অ্যাওয়ার্ড এর আয়োজন এর কাজ হাতে নিয়েছে।এই কাজের ধারা অব্যাহত রাখতে তিনি সকলের দোয়া এবং ভালবাসা চান।তিনি আরও জানান সামাজিক কাজের পাশাপাশি তারা সর্বদা তরুন বেকারদের কর্মসংস্থান এর লক্ষ্য নিয়ে কাজ আসছে।