
মেহেরপুর জেলার গাংনী উপজেলা বেতবাড়ীয়া গ্রামের হালসানা পাড়ার মোঃ ইউসুফের ছেলে মালদ্বীপ প্রবাসী মোঃ আউয়ালের বউয়ের কাছে থেকে অভিনব কায়দায় টাকা হাতিয়ে নিয়েছেন একটি প্রতারক চক্র। মালদ্বীপ প্রবাসী আউয়াল জানান গত ৬ মে আমার ইমু হ্যাক করে আমার বউয়ের ইমুতে মেসেজ করে এবং বলে আমি বিপদে পড়েছি আমাকে পুলিশে ধরেছে এখন তুমি আমাকে দ্রুত টাকা পাঠাও উল্লেখ্য আমার বউ বেতবাড়ীয়া বাজারের বিকাশ ব্যাবসায়ী মহসিনের দোকানে গিয়ে একটা নাম্বারে ২৫০০০ হাজার টাকা পাঠায় তারপর আমি রাতে বাড়ীতে কল দিলে আমার বউ ঘটনাটা আমাকে বলেন।
মালদ্বীপ প্রবাসী আউয়ালের বউ বলেন আমার স্বামীর ইমু থেকে হঠাৎ মেসেজ আসে জানান কিছু টাকা লাগবে আমাকে পুলিশে ধরেছে এখন বেশি কথা বলা যাবেনা এবং একটা নাম্বার দিয়ে বলে এই নাম্বারে ২৫০০০ হাজার টাকা দিয়ে দাও পুলিশের কাছে থেকে ছাড়া পেলে পরে কথা হবে।আমি ঘটনা সত্যি ভেবে টাকা দিয়ে দিয় আউয়ালের বউ আরো জানান যেহেতু আমার স্বামীর ইমু থেকে আমাকে মেসেজ করা হয়েছে তাই আমি সত্যি ভেবে টাকাটা দিয়েছি।
এ ঘটনায় প্রবাসী আউয়াল ধারণা করছে তার বন্ধুদের ভিতরের কেহ তার ইমু হ্যাক করে তারপর তার বাড়িতে মিথ্যা কথা বলে টাকা হাতিয়ে নিয়েছে,তিনি আরো বলেন আমি গরীব মানুষ অনেক কষ্ট করে বিদেশে এসেছি কিন্তু আমার এই টাকা হাতিয়ে নেওয়ার পর কেহ আমার পাশে দাঁড়ায়নি,এ বিষয়ে অভিযোগ পেলে বাবস্থা নেয়ার কথা জানিয়েছে প্রসাশন।