
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শেখ রাসেল এ্যাভিয়ারি অ্যান্ড ইকোপার্কের ভেতরে ঘর নির্মাণে বাধা দেওয়ায় হামলার ঘটনায় বন কর্মকর্তাসহ ১১ জন আহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এই হামলার ঘটনা ঘটে।
পার্কের সহকারী পরিচালক হাসিবুর রহমান বলেন, সকালে পার্কের বেষ্টনীর ভেতরে ঢুকে স্থানীয় ২০ থেকে ২৫ জন ব্যক্তি কয়েকটি টিনের ঘর তৈরি করছিলেন। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তা ও কর্মীরা গেলে নির্মাণাধীন ঘর তৈরির সরঞ্জামাদি দিয়ে তাঁদের ওপর হামলা চালানো হয়। পরে আহত অবস্থায় তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। আহত ব্যক্তিদের চিকিৎসার পর থানায় মামলা করা হবে জানিয়েছেন তিনি
হামলায় আহত ব্যক্তিদের মধ্যে আছেন পার্কের পরিচালক ও বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মো. মাসুম কবির, বনকর্মী ইসমাইল হোসেন, আবদুল হাই, জ্যোতির্ময় বড়ুয়া ও আনোয়ার হোসেন। আহত অন্যদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে মাসুম কবিরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রেহনুমা আকতার বলেন, আহত বেশ কয়েকজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। মাথায় গুরুতর আঘাত পাওয়ার কারণে মাসুম কবির নামের একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিল্কী বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িত কয়েকজনকে আটক করা হয়েছে।