
পঞ্চম বাংলাদেশী বোলার হিসেবে ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে হ্যাটট্রিক করার রেকর্ড গড়েন পেসার আলাউদ্দিন বাবু।আজ বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ব্রাদার্স ইউনিয়ন এবং লিজেন্ড অব রুপগঞ্জের ম্যাচে ষষ্ঠ দেশী বোলার হিসেবে ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে হ্যাটট্রিক করার রেকর্ড গড়েছেন বাবু। লিজেন্ড অব রুপগঞ্জের তিন ব্যাটসম্যান মুক্তার আলি, সোহাগ গাজী এবং নাবিল সামাদকে ফিরিয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।
বাবুর আগে ঘরোয়া টি-টোয়েন্টি লিগে বাংলাদেশী বোলার হিসেবে হ্যাটট্রিক করেছিলেন কেবল চারজন বোলার। তারা হলেন আল-আমিন হোসেন, আলিস আল ইসলাম, মানিক খান এবং কামরুল ইসলাম রাব্বি। এদের মধ্যে দুইবার হ্যাটট্রিক করে দেশী বোলার হিসেবে ঘরোয়া লিগে সর্বোচ্চ হ্যাটট্রিক করার রেকর্ডের তালিকায় প্রথম স্থানে আছেন পেসার আল-আমিন হোসেন।