
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। ৩ জুন বৃহস্পতিবার সকালে ওমানের একটি হাসপাতালে তাঁদের মৃত্যু হয় বলে নিশ্চিত করেন তাঁদের পরিবার।করোনায় মৃত্যু হয় মোঃ আবুল কালাম (৬০) ও আবুল কাসেম (৫০)। জানা যায়, তাদের বাড়ী রাউজানের চিকদাইর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আব্দুল আলীর বাড়ীর মৃত মৃত সুলতান আহম্মদের পুত্র। জানা গেছে, প্রায় ২১ দিন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত বৃহস্পতিবার ঐ দুই ভাই মারা যান। আবুল কালামের দুই পুত্র ও এক কন্যা সন্তান এবং আবুল কাসেমের তিন কন্যা সন্তান রয়েছে। একই দিনে দুই ভাইয়ের মৃত্যুর সংবাদে রাউজানে শোকের ছায়া নেমে আসে।