
মেহেরপুরের গাংনীতে দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গাংনী উপজেলার বামন্দী চেরাকী পাড়ার বিশিষ্ট চশমা ব্যবসায়ী গোলাম সোরোয়ারের বাড়িতে। গোলাম সারোয়ার বামন্দী চেরাকী পাড়ার মৃত আলী আকবরের ছেলে। চুরির ঘটনায় নগদ টাকা স্বর্ণালংকার সহ মোট ০৩ লক্ষাধিক টাকার চুরি হয়েছে বলে জানান গোলাম সারওয়ারের জামাতা সোহেল রানা।
গোলাম সারওয়ারের জামাতা সোহেল রানা জানান, গত রবিবার ভোরে আমার শ্বশুর-শ্বাশুড়ি চিকিৎসার জন্য খুলনা যান। এরপর থেকে আমি নিয়োমিত বাড়ি দেখাশোনা করে আসছি। গত সোমবার দুপুর ১২ টার দিকে আমি বাড়ি ঢুকে খোঁজ নিয়ে গেছি।
পরে সন্ধ্যায় আবার খোঁজ নিতে গেলে দেখি ঘরের গ্রিলের তালা নেই। তখন স্থানীয় লোকজন তাকে সাথে নিয়ে ঘরের মধ্যে গিয়ে দেখি ঘরের জিনিসপত্র এলোমেলো। ঘরের আলমারি, বাক্স, ওয়ারড্রব সবকিছু তালা ভাঙ্গা। আমার শ্বশুরের সাথে ফোনে যোগাযোগ করলে জানতে পারি সেখানে ০১ লক্ষ ১৮ হাজার নগদ টাকা, ০১ স্বর্ণের চেইন ও ০৩ স্বর্ণের আংটি ছিল যা খুঁজে পাওয়া যায়নি। সবমিলিয়ে ৩লক্ষাধিক টাকার চুরি হয়েছে। এ ঘটনায় বামন্দী পুলিশ ফাঁড়িকে অবগত করলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। গাংনী থানায় আজ মঙ্গলবার লিখিত অভিযোগ করা হবে।