
মহেশখালী উপজেলা কালারমারছড়া ইউনিয়নের জেলাদের মাঝে চাউল বিতরণ করা হয়। ৭ জুন (সোমবার) সকাল ১০ টার সময় কালারমারছড়া ইউনিয়ন পরিষদ হল রুমে জেলেদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।
জানা যায়, ৬৫ দিন সমুদ্রে মাছ ধরা থেকে বিরত থাকা জেলেদের মাঝে ৪২ দিনের জন্য ৫৬ কেজি হারে চাউল বিতরণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন, মহেশখালীর ট্যাগ অফিসার, কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ, সচিব নজরুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান, এমইউপিগণ, গ্রাম পুলিশ ও অন্যান্য কর্মচারীবৃন্দ। এমন দূর্যোগ সময়ে জেলেরা চাউল পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে। এই বিষয়ে কালারমারছড়া ইউনিয়ন পরিষদের সচিব নজরুল ইসলাম বলেন, স্বাস্থ্যবিধি মেনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৩৪০ জন জেলেদের মধ্যে চাউল বিতরণ করা হয়েছে।