
উপজেলা মহেশখালী কালারমারছড়া ইউনিয়নের মাইজপাড়া এলাকা থেকে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে কালারমারছড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস, আই জহিরুল ইসলাম। শনিবার (১২ জুন ) রাত প্রায় ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাইজপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মোহাম্মদ শামসু এর পুত্র আব্দুল মান্নান মাইজপাড়া, আব্দু রহমান এর পুত্র ইয়াছিন মাইজপাড়া, মোহাম্মদ মনু এর পুত্র আনোয়ার মাইজপাড়া, হাসান টেকনাফ কক্সবাজার। জব্দকৃত ইয়াবার সংখ্যা এখনও প্রকাশ হয়নি। কিন্তু স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান ইয়াবা দুই থেকে তিন প্যাকেট হওয়ার সম্ভাবনা রয়েছে! মান্নান এর আগেও ইয়াবার বড় বড় চালান নিয়ে গ্রেফতার হয়েছিল।
স্থাননীয় সূত্রে জানা যায়, তারা সিএনজি, মটর সাইকেল ও নোহা গাড়ি ব্যবহার করে কক্সবাজার থেকে মহেশখালীতে ইয়াবা নিয়ে আসতেন। এমনকি ইয়াবার চালান আনতে দিনে দুইবারও কক্সবাজারে যাতায়াত করেছেন। কক্সবাজার থেকে ইয়াবা আনার পর সেগুলো মাদক ব্যবসায়ীরা সরবরাহ করে সিন্ডিকেটের মাধ্যমে গ্রামে গ্রামে পৌঁছে দিত।
এ বিষয়ে কালারমারছড়া পুলিশ ক্যাম্পের এস, আই জহিরুল ইসলামকে একাধিক বার ফোন করা হলে ফোন রিসিভ না করায় ওনার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। রাত সাড়ে ১১ টার সময় আটককৃত ৪ ইযাবা কারবারীকে মহেশখালী থানায় প্রেরণ করা হয়।
মহেশখালী থানার ওসি আবদুল হাই বলেন, জব্দকৃত ইয়বার সংখ্যা প্রকাশ করা হবে। এখানে ইয়াবার সংখ্যা কম বা বেশি দেখার কোন সুযোগ নেই!