
ঢালিউডের নায়ক জায়েদ খানকে নিয়ে আলোচনার যেন শেষ নেই। প্রতিদিনই নানান ধরনের খবর ভেসে বেড়ায় তাকে নিয়ে।থাকে আলোচক-সমালোচক দুই মহলেই।এবার নতুন রুপে হাজির হলেন এই অভিনেতা।পাগড়ি বরের সাজে রাজকীয় একটা আবহ এনেছেন তিনি। জায়েদ খানের নতুন এই গেটআপ দেখে কার্যত অবাক দর্শকরা আর তাকে নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা।যদিও বিয়ে করেননি জায়েদ, একটি ফ্যাশন হাউসের নতুন ফটোশুটের জন্য এই লুকে ধরা দিলেন তিনি।পরপর দুইবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত এই নায়ক। চলচ্চিত্রের পর্দায় তাকে দেখা গেলেও মডেল হিসেবে খুব একটা দেখা মেলেনি। এবার রয়েল মালাবার জুয়েলারি অ্যান্ড ফ্যাশন মলের মডেল হলেন তিনি।
এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, মডেল ফটোশুটের জন্য অনেক প্রস্তাব এসেছে। অনেক লোভনীয় অফার পেয়েও বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছি। ঈদের আগে রয়েল মালাবারের শো-রুমে গিয়েছিলাম। তখন সেখানের পরিবেশ ও তাদের পোশাক দেখে ভালো লেগেছিলো। সে থেকেই এই ফটোশুট করেছি।