
জিটিসি প্রতিনিধি
করোনা ভাইরাসের আতঙ্কে দেশের অবস্থা যখনি ভয়াবহ হয়ে দাড়িয়েছে, তখনি মহামারী করোনাভাইরাস প্রতিরোধে নিজ নিজ এলাকায় কাজ করে যাচ্ছে সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগ।

সংগঠনের নেতাকর্মীরা পর্যাপ্ত সুরক্ষার ব্যবস্থা নিয়ে ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার কাজ করছে।করোনার প্রাদুর্ভাবের পর দেশের বিভিন্ন জেলায় নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন তিতুমীর কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।
কেউ কেউ বিনামূল্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার দিচ্ছেন, কেউবা বাসা বাড়িতে জীবাণুনাশক ওষুধ ছিটাচ্ছেন, অনেকেই আবার ব্যক্তি ও স্থানীয় উদ্যোগে কর্মহীন গৃহবন্দী থাকা মানুষের ঘরে ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছেন।
মাদারীপুরের শিবচরে নিজ এলাকায় আছেন তিতুমীর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল। সেখান থেকে তিনি জানান, রোজই আমরা স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরীর নেতৃত্বে কাজ করে যাচ্ছি৷
লক ডাউন অবস্থার মধ্য দিয়ে আমরা গ্রামে সামাজিক সচেতনতার পাশাপাশি অসহায় ও দূস্থদের মধ্যে ত্রাণ সামগ্রী দিয়ে যাচ্ছি। সামাজিক দূরত্ব মেনেই আমরা কাজ করছি এবং অন্যদের করোনারোধের নিয়ম মেনে চলার তাগিদ দিচ্ছি।
এদিকে নরসিংদী শহরে নিজ এলাকায় আছেন তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া। তিনি বলেন, আমরা সবাই নিজেদেরকে নিরাপদে রেখে কাজ করার আহ্বান জানিয়েছি।
কারণ এখন সমন্বিতভাবে কাজ করা সম্ভব হচ্ছে না। তাই সবাইকে নিজ নিজ গ্রামে কাজ করতে বলা হয়েছে। তাও সম্ভব না হলে নিজের বাড়ির আশপাশের প্রতিবেশীদের পাশে যথাসম্ভব দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। আমাদের ইউনিটের নেতাকর্মীরা তাই করে যাচ্ছেন।
ছাত্রলীগের কর্মী এম কে হাসান সবুজ চাঁদপুরে ত্রানসামগ্রী বিতরণ করছেন।শাহাবুদ্দিন বাবু মহাখালীতে মাস্ক বিতরণের ও মাইকিংসহ নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
এছাড়া প্রায় প্রত্যেক ছাত্রলীগের নেতাকর্মী স্থানীয় প্রশাসনকে সহায়তার পাশাপাশি তারা সামাজিকভাবে করোনাভাইরাস প্রতিরোধে কাজ করে যাচ্ছেন।