
কোপা আমেরিকার নিজেদের দ্বিতীয় ম্যাচে পেরুকে ৪-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে আরো একধাপ এগিয়ে গেলো স্বাগতিক ব্রাজিল। দক্ষিণ আমেরিকা অঞ্চলের শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা টুর্নামেন্টের নিজেদের দ্বিতীয় ম্যাচে নেল্টন সান্তুসে শুক্রবার পেরু বিপক্ষে মাঠে নামে স্বাগতিক ব্রাজিল। যেখানে ম্যাচের ১২ মিনিটের মাথায় সেলেসাওলাদের এগিয়ে দেন ডিফেন্ডার এলেক্স সান্দো। গাব্রিয়েল জেসুসের বাড়ানো বল পেরুর গোলরক্ষককে বোকা বানিয়ে জাল খোঁজে নেন তিনি। এরপর প্রথমার্ধেই আরো বেশ কিছু সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি ব্রাজিল। যার ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় তিতের শিষ্যরা।
বিরতি থেকে ফিরে অবশ্য নিজেদের আসল খেলাটা খেলেন নেইমার বাহিনী। ম্যাচের ৬৮ মিনিটের মাথায় মিডফিল্ডার ফ্রেডের বাড়ানো বল জালে জড়িয়ে নিজেদের লিড ২-০ করেন নেইমার। এরপর ম্যাচের শেষদিকে (৮৯ মিনিট) বারবোসার বদলি হিসেবে খেলতে নামা রিচার্লিসনের এসিস্ট থেকে গোল করে দলের দলের লিড ৩-০ করেন এভারটনের বদলি হিসেবে খেলতে নামা রিভারিও। এর পরের মিনিটে (৯০ মিনিটে) স্কোরকার্ডে নিজের নাম লেখান রিচার্লিসন দল জিতে ৪-০ গোলের বিশাল ব্যবধানে। দিনের অপরম্যাচে শক্তিশালী কলম্বিয়াকে ০-০ গোলের ব্যবধানে রুখে দিয়েছে ব্রাজিলের বিপক্ষে প্রথম ম্যাচ হারা ভেনেজুয়েলা।