
কোপা আমেরিকার নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী উরুগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়ে টানা দুই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ এবং কোপা আমেরিকার নিজেদের প্রথম ম্যাচ ড্রয়ের পর অবশেষে জয়ের দেখা পেলো আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকার নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিলো দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যেখানে ম্যাচের শুরু থেকে উরুগুয়ের রক্ষণে একের পর এক আক্রমণ করে ম্যাচের ১২ মিনিটের মাথায় আর্জেন্টিনাকে এগিয়ে দেন তরুণ রদ্রিগেস। মেসির ডি বক্সের বাহিরে থেকে নেওয়া শর্ট হেড দিয়ে উরুগুয়ের গোলরক্ষক মুসলেরাকে বোকা বানিয়ে জাতীয় দলের হয়ে নিজের অভিষেক গোল করেন রদ্রিগেস। এরপর অবশ্য উরুগুয়ের রক্ষণে আরো কয়েকবার আক্রমণ করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি আর্জেন্টিনারের ফরোয়ার্ডরা। যার ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্কোলনির শিষ্যরা।
বিরতি থেকে ফিরে এসে অবশ্য ম্যাচে ফেরার সুযোগ ছিলো উরুগুয়ের সামনে। তবে আর্জেন্টিনারের শক্তিশালী ডিফেন্স এবং গোলকিপার মার্টিনেজকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে পারেনি সুয়ারেস-কাভানিরা। যার ফলে ১-০ ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হয় সর্বোচ্চ পনেরোবারের কোপা চ্যাম্পিয়নদের। দিনের অপর ম্যাচে বিলিভিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১-০ ব্যবধানে জয় পেয়েছে দুইবারের কোপা চ্যাম্পিয়ন চিলি।