
গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা উত্তর এর সহ সভাপতি এবং রাউজান ইউনিয়ন পূর্ব শাখার সভাপতি আলহাজ্ব মকবুল আহমেদ গত ১৮ জুন শুক্রবার রাত ১০.২০ মিনিটের সময় রাউজান উপজেলার পূর্ব রাউজান মওলার বাড়িস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । তিনি দরবারে আলীয়া কাদেরীয়ার একনিষ্ঠ মুরিদ ছিলেন। মুত্যুকালে ৬ ছেলে ৪ মেয়ে স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন । ১৯ জুন শনিবার সকাল ১১ টায় জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় ইমামতি করেন চট্টগ্রাম ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতি অছিউর রহমান আল কাদেরী। উনার ইন্তেকালে শোক প্রকাশ করেছেন গাউসিয়া কমিটির কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার, মহাসচিব শাহজাদ ইবনে দিদার, যুগ্ন মহাসচিব এডভোকেট মোসাহেব উদ্দিন বখতিয়ার, উত্তর জেলার সভাপতি আলহাজ্ব জমির হোসেন মাষ্টার, সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হাবিব চৌধুরী হাসান, রাউজান উপজেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা ইলিয়াস নূরী, সাধারন সম্পাদক মাওলানা ইয়াসিন হোসাইন হায়দরি, রাউজান ইউপি চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু। এতে আরো শোক প্রকাশ করেছেন গাউসিয়া কমিটি পূর্ব শাখার সহ সভাপতি মাওলানা জানে আলম, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন বাদশা, অর্থ সম্পাদক নাসির উদ্দিন, খানখানাবাদ ইউনিটের সভাপতি লায়ন সৈয়দ জাহাঙ্গীর আলম, মাওলানা রফিকুল ইসলাম, সংগঠক জাগির হোসাইন, আরিফুর রহমান, সাংবাদিক আনিসুর রহমান। এছাড়াও সংগঠনের সকল কর্মকর্তা ও ইউনিট শাখার কর্মকর্তাগণ শোকপ্রকাশ এবং উনার মাগফিরাত কামনা সহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।