
গাউছিয়া কমিটির কার্যক্রম ইতিহাসে বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে,
চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সাথে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন গাউছিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ কাফন দাফন টিমের নেতৃবৃন্দ। ২৪ জুন বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাতের নেতৃত্ব দেন গাউসিয়া কমিটি করোনায় কাফন দাফন ও করোনা রোগীর সেবা চন্দনাইশ টিমের প্রধান সমন্বয়ক মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী শুভ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাউসিয়া কমিটি করোনায় কাফন দাফন ও করোনা রোগীর সেবা চন্দনাইশ টিমের কর্মকর্তা মোহাম্মদ মোজ্জামেল হক তালুকদার, আব্দুল মুবিন, ওসমান রেজা, মোহাম্মদ হোসাইন, সাংবাদিক মুহাম্মদ আরফাত হোসেন প্রমূখ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম গাউছিয়া কমিটি বাংলাদেশের প্রসংশা করে বলেন, মানবসেবাই প্রকৃত ধর্ম। করোনা মহামারীর কঠিন সময়ে মানুষের পাশে থেকে গাউছিয়া কমিটি বাংলাদেশ যে কার্যক্রম পরিচালনা করেছেন তা ইতিহাসে বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে।
গাউসিয়া কমিটি বাংলাদেশ কাফন দাফন ও করোনা রোগীর সেবা চন্দনাইশ টিমের প্রধান সমন্বয়ক মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী শুভ বলেন, গাউসিয়া কমিটি চন্দনাইশ টিম সকল কার্যক্রম কোন স্বার্থ ছাড়া রাত দিন মানবতার সেবায় ফ্রিতে সময় দিয়ে কাজ যাচ্ছে যা গত এক বছর আগে ১৯ এপ্রিল ২০২০ তারিখে মাওলানা সোলাইমান ফারুকীকে প্রধান ও মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী শুভকে প্রধান সমন্বয়ক করে ৩৩ জন বিশিষ্ট সেচ্চাসেবক নিয়ে কার্যক্রম শুরু করলেও বর্তমানে পুরুষ চন্দনাইশ টিমের সদস্য ১২১ জন এবং মহিলা চন্দনাইশ টিমের সদস্য ৩৭ জন সহ মোট ১৫৮ জন সেচ্চাসেবক নিয়ে কার্যক্রম চলমান রয়েছে।
গত ২৩ জুন ২০২১ তারিখে গাউসিয়া কমিটি চন্দনাইশ টিমের মাধ্যমে ৬৩ জনের কাফন দাফন, ১ জন অজ্ঞাত পাঁচ দিনের পচা লাশ, ১৮৭ জন শ্বাসকষ্ট জনিত রোগিকে অক্সিজেন সেবা, ৩২ জনকে চট্টগ্রাম মহানগর এম্বুলেন্স টিমের মাধ্যমে চন্দনাইশে ফ্রি এম্বুলেন্স সেবা প্রদান সহ অর্ধশতাধিক অসহায় লোকের মাঝে শীতবস্ত্র বিতরণ, বিভিন্ন মসজিদ ও জনসমাগম এলাকায় করোনা ভাইরাসের সচেতনায় মূলক প্রোগ্রাম নিয়ে মাক্স বিতরণসহ বহুমুখী মানবিক সেবা কার্যক্রম নিয়ে চন্দনাইশবাসীর পাশে আছি। ভবিষ্যতেও যাতে এইভাবে চালিয়ে যেতে পারি তাই সামর্থ্যবানদের পরামর্শ ও সহযোগিতা কামনা করছি।