
নরসিংদীঃ ভয়াবহ করোনার ছোবলে নাকাল বিশ্ব। মহামারী চলছে বাংলাদেশেও। তবে সচেতন নয় সাধারণ জনগণ। ইতিমধ্যে শুরু হয়েছে করোনার তৃতীয় ঢেউ। তাই মহামারী প্রতিরোধে সর্বত্র সরকারি নির্দেশে চলছে সচেতনতা বৃদ্ধি। নরসিংদী জেলার বেলাবোতে করোনার তৃতীয় ঢেউ মোকাবেলায় জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক প্রচার প্রচারণা চালাচ্ছে উপজেলা প্রশাসন। আজ (২৬ জুন) শনিবার বিকালে বেলাবো বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন শাহিনের নেতৃত্বে পথচারী, সাধারণ মানুষ ও দোকানির মাঝে মাস্ক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলাল হোসেন, বেলাব প্রেসক্লাব সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম হানিফ, সিনিয়র সহ সভাপতি আমিনুল হক, সাংবাদিক দুলাল সরকার ও রমজান আলী জুয়েল প্রমুখ। এ সময় বেলাব উপজেলা প্রশাসন জনগণকে করোনা মোকাবেলায় সব ধরণের সতর্কতা অবলম্বন করে নিয়ম মেনে চলার আহবান জানান।